শ্রীনিকেতনে মাঘোৎসবে উপচে পড়া ভিড়

বঙ্গবার্তা ব্যুরো,
শ্রীনিকেতনের মেলা প্রাঙ্গনে নানা ধরনের কৃষি পণ্য, হস্ত শিল্প সামগ্রী, পল্লী সম্প্রসারণ কেন্দ্রের বিভিন্ন স্টল নিয়ে সেজে উঠেছে মাঘোৎসব। রীতি মেনে এই প্রতি বছরের মতো এই বছর শুরু হয়েছে মাঘমেলা। এই বছর ১০৩ তম বার্ষিক এই মেলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। ভারপ্রাপ্ত উপাচার্য নারায়ণ চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা। গ্রামীণ এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো সবজি ও ফলের প্রদর্শনী। প্রথম দিনেই যা দেখতে ভীড় উপচে পড়েছে । এছাড়াও আছে বাউল ফকির এর গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামীণ অর্থনীতি বিকাশের লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এই
শ্রীনিকেতনকে বেছে নিয়েছিলেন। ১৯২২ সালের ৬ ই ফেব্রুয়ারি শুরু করেন এই মাঘ মেলা। এটা শ্রীনিকেতনের বার্ষিক উৎসব হলেও আসলে এটি মাঘ মেলা নামেই পরিচিত স্থানীয়দের কাছে। ছোটো, বড়ো মিলিয়ে মোট ৮৫ টি স্টল রয়েছে মেলায়। রয়েছে বিভিন্ন সব্জি, হস্তশিল্প সহ অন্যান্য সামগ্রী । শান্তিনিকেতন, সূরুল, শ্রীনিকেতন এর হস্ত শিল্পীরা এই মেলায় পসরা সাজিয়ে বসেন। একসময় এই মাঘ মেলা শুরু হয় স্থানীয় শিল্পীদের হাতের কাজ ও চাষীদের হাতে তৈরি ফসলকে
এবং হাতে তৈরি জিনিসকে প্রদর্শনীতে তুলে ধরার জন্য। এই বছর ডোকরা ও দুস্থ শিল্পীদের সাহায্য করার জন্য কোনো অর্থ না নিয়ে বিনা টাকায় তাদের স্টল দেবার সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানান শ্রীনিকেতন কর্মী সংঘের যুগ্ম সম্পাদক বাপি দাস ও গৌতম সাহা। তাঁরা বলেন এই মেলার ঐতিহ্য ধরে রাখতে পেরে তাঁরা গর্বিত।