মহাকুম্ভের ট্রেন ধরতে হুড়োহুড়ি, নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮,আহত বহু

বঙ্গবার্তা ব্যুরো,
গন্তব্য ছিল মহাকুম্ভ, শনিবার রাতে নয়াদিল্লি থেকে ট্রেনে প্রয়াগরাজে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ভয়াবহ ভিড়ের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে তিন শিশু ও ১৪ জন মহিলাসহ অন্তত ১৮ জনের।আহত হয়েছেন বহু যাত্রী।শনিবার রাত ১১টা নাগাদ শুরু হওয়া ধাক্কাধাক্কির ঘটনায় প্রথমে চার জন মহিলা অজ্ঞান হয়ে পড়েন।তার পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বহু মানুষের হতাহতের খবর সামনে আসে।আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় রেলের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রেল সূত্রে বলা হয় শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলায় যাওয়া বহু পুণ্যার্থী অপেক্ষা করছিলেন। ট্রেনের দেরি এবং বাতিলের গুজবে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। দমবন্ধ পরিবেশে বিশৃঙ্খলা বাড়তে থাকে।এর পর প্রায় দু’ঘণ্টা পরে ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস ঢোকায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে যায়।এরপরই স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং চারটি দমকলের ইঞ্জিনও ঘটনাস্থলে পাঠানো হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য আড়াই লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।