বঙ্গবার্তা ব্যুরো,
নয়াদিল্লি রেল স্টেশনে ভয়াবহ ভিড়ের মধ্যে পড়ে বহু মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লিখেছেন,“নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে প্রাণহানির খবর পেয়ে গভীরভাবে মর্মাহত।”আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী এক্স-এ পোস্ট করেছেন, “নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ এই পদদলিত হওয়ায় ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা করছে।”

নিউ দিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। প্রথমে রেল কর্তৃপক্ষ কোনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করলেও, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রাণহানির কথা জানান। মিঃ সাক্সেনা এবং মন্ত্রীও ঘটনাটিকে পদপিষ্ট বলে অভিহিত করেন।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি।। দিল্লির উপরাজ্যপাল ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে যাবতীয় সাহায্যের নির্দেশ দেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান শাহ ও রাজনাথ সিং।
তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এক্স পোস্টে তিনি লেখেন, দিল্লি পুলিশ ও সিআরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়ঙ্কা গান্ধীও ঘটনায় শোক জ্ঞাপন করেছেন।কেন্দ্রের ব্যর্থতার অভিযোগেও সরব হয়েছেন তাঁরা।