
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বয়সজনিত নানা অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে রাতেই তিনি প্রয়াত হন। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। পরপর দু’বারের প্রধানমন্ত্রী মনমোহনের আমলে দেশের প্রভূত উন্নতি হয়। তাঁর প্রয়াণে দেশের অভূতপূর্ব ক্ষতি হল বলে মনে করছেন সকলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ সকলেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।