
হিন্দু হওয়ার কারণেই ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রেখেছে বাংলাদেশ সরকার। তাঁর হয়ে মামলায় যে সমস্ত আইনজীবীরা লড়তে চাইছেন তাঁদেরও নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। কলকাতায় ইসকন দফতরে এসে সেই তিক্ত অভিজ্ঞতার কথা বললেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এর আগে চট্টগ্রাম আদালতে হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। তবুও মৃত্যুকে ভয় পান না বলেই জানিয়েছেন রবীন্দ্র।
চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন রবীন্দ্র। বৃহস্পতিবার কলকাতা ইসকনের প্রধান রাধারমণ দাসের সঙ্গে সাক্ষাৎ করেন চিন্ময়কৃষ্ণের এই আইনজীবী। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। রবীন্দ্র বলেন, ‘মামলা গ্রহণের পর থেকেই লাগাতার হুমকি পাচ্ছি। তবে এতে দমার পাত্র নই। মৃত্যুর ভয় করি না। অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যাবো। তবে আমি ২ জানুয়ারি ওই মামলার শুনানির দিন নিজে যেতে না পারলেও অন্য আইনজীবীকে অবশ্যই পাঠাবো।’
এদিন রাধারমণের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি হাই কোর্টের আইনজীবীদের সঙ্গেও মামলা নিয়ে আলোচনা করেন রবীন্দ্র।