
বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ক্রিসমাসের দিন বিকেলে শিলিগুড়ি সংলগ্ন ইন্দো-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে আয়োজিত হল বিটিং রিট্রিট সেরিমনি। বুধবার বিকেলে ওই রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী সহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। সীমান্তের দুই পাড়েই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। বাংলাদেশে যেমনই পরিস্থিতি চলুক না কেন রিট্রিট সেরিমনিকে কেন্দ্র করে এক হতে দেখা যায় দুই বাংলাকে। সপ্তাহে মঙ্গল ও শনিবার ফুলবাড়ি সীমান্তে ওই রিট্রিট অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। তবে এই সপ্তাহের মঙ্গলবারের পরিবর্তে বড়দিন উপলক্ষে বুধবার আয়োজিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে পা মেলায় বিএসএফের ১৭৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।