১৮ বছর লড়াই করে হকের টাকা পাচ্ছেন সরকারি কর্মী

SSC job candidates hearing in Supreme Court


বঙ্গবার্তা ব্যুরো,
ঘটনা বাম আমলের। মামলা এবং তার জবাব সব কিছুই বাম আমলের। তবু সেই মামলার জেরে বর্তমান তৃণমূল সরকারকে দশ লাখ টাকা জরিমানা দিতে হচ্ছে । সুপ্রিম কোর্ট সম্প্রতি এই নির্দেশ দিয়েছে। চার সপ্তাহের মধ্যে সবকিছু মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ঘটনার সূত্রপাত ১৯৮৯ সালে।রাজ্য সরকারের এক কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।১৯৯৪ সালে সেই ব্যক্তি নির্দোষ প্রমাণিত হন। এরপর ১৯৯৭ সালে ফের তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ।কারণ দর্শানোর জবাব দেওয়া হলে সব চুপচাপ হয়ে যায়। এরও তের বছর পরে ওই ব্যক্তিকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। মজার কথা হল তার তিন বছর আগেই ওই ব্যক্তি অবসর নেন। এবার ওই নোটিশকে চ্যালঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।কলকাতা হাইকোর্ট তাঁর পক্ষেই রায় দেয় এবং তাঁর সমস্ত অবসরকালীন পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে নির্দেশ দেয় চার সপ্তাহের মধ্যে ওই ব্যক্তির সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে দশ লাখ টাকা জরিমানাও দিতে হবে।