বঙ্গবার্তা ব্যুরো,
সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাল কংগ্রেস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভারতের রাজনীতি সরগরম। ট্রাম্প বুধবার বলেন, ভারতে ভোটার সংখ্যা বাড়াতে মার্কিন সংস্থা ২১ মিলিয়ন ডলার সাহায্য করেছে। এখানেই না থেমে তিনি আরও বলেন তারা চাইছিল অন্য কেউ ভোটে জিতুক। সেই অন্য ব্যক্তি কে তা নিয়ে কোনও মন্তব্য করেন নি ট্রাম্প। এমনকি কারা সেই অর্থ সাহায্য পেয়েছে সে বিষয়েও কিছু বলেন নি তিনি।
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পরেই বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের আই টি সেলের প্রধান অমিত মালব্য নরেন্দ্র মোদীর একাধিক ভিডিও ক্লিপ প্রকাশ করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী বহু আগে থেকেই এই বিষয়ে দেশকে সাবধান করেছিলেন। বিজেপির প্রবীন নেতা রবিশঙ্কর প্রসাদ সরাসরি বিরোধী দলনেতাকে নিশানা করে বলেছেন, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিদেশি সাহায্য চাওয়া অত্যন্ত লজ্জার।
এদিকে কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান জয়রাম রমেশ দাবি করেছেন কেন্দ্র সরকারের উচিত অবিলম্বে এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা। তিনি বলেন, মার্কিন এই সংস্থা আজকের নয়, ১৯৬১ সাল থেকে তারা কাজ করছে। কেন্দ্র সরকারের উচিত কোন কোন সংস্থা তাদের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়েছে তা প্রকাশ করা।
ভোটে বিদেশি সাহায্য নিয়ে কংগ্রেস বিজেপি তরজা তুঙ্গে
