এক পায়ে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতরহন করেন কলকাতার উদয়। ২০১৫ সালে ট্রেন দুর্ঘটনায় উদয়ের একটি পা কাটা পড়ে। কিন্তু তার অদম্য জেদ এবং ইচ্ছে তার ইচ্ছেকে দমিয়ে রাখতে পারেনি। ম্যারাথন থেকে শুরু করে পাহাড়ে ওঠা, একপাই অসাধ্য সাধন করে দেখিয়েছে কলকাতার উদয়। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট প্রতিরক্ষা মন্ত্রক এবং গ্রুপ ক্যাপ্টেন জয় কিশোরকে তাদের অবদানের জন্য প্রতিমুহূর্তে ধন্যবাদ জানিয়েছেন উদয় কুমার।। উদয়ের কথায় তাদের সাহায্য ছাড়া উদয় কোনদিনই কিছু করে উঠতে পারতেন না এবং রাষ্ট্রপতির হাত থেকে দেশের সর্বোচ্চ পুরস্কার তেনজিং নোরকে পেয়ে তিনি রীতিমতো স্তম্ভিত। তিনি জানান এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না।
ভারতের সাঁতারু সায়নী দাস একই দিনে তেনজিং নরগে পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতির হাত থেকে। দক্ষিণ ২৪ পরগনার বারাইপুরের বাসিন্দা সায়নী ইতিমধ্যেই পাঁচটি চ্যানেলে সাঁতার কেটেছে এবং এ বছর স্টেট অফ জিব্রাল্টার ক্রস করার ইচ্ছে রয়েছে সায়নীর।