ভক্ত ছেড়ে মহাদেবের আকর্ষণ বিনোদন জগতেও


বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার দেশ জুড়ে ভক্তিভরে পালিত হচ্ছে মহা শিবরাত্রি। শিবরাত্রি পালন হিন্দুদের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। যুগ যুগ ধরে এই শিবরাত্রি পালন করা হয়। মূলত মহিলারাই এই শিবরাত্রি পালন করেন। এখন বহু পুরুষ মানুষই শুধু নন ভিন ধর্মে বিশ্বাসীরাও শিবরাত্রি পালন করেন। শিবকে দেবাদিদেব মহেশ্বর বলা হয়।তিনিই সৃষ্টি, স্থিতি , লয়ের মূর্ত প্রতীক বলে মনে করা হয়।
এই মহাদেব বিনোদন জগতেও বার বার আত্ম প্রকাশ করেছেন। বলিউডের বিখ্যাত অভিনেতারা সেই চরিত্র রূপায়ণ করেছেন। ও এম জি-২ ছবিটা এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এই ছবিতে মহাদেবের চরত্রে অভিনয় করেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। তাঁর অভিনয় গুণেই এই ছবি দর্শকদের হলে টেনে নিয়ে যায়। শুধু হিন্দি ছবিতেই নয় অক্ষয় কুমার এক দক্ষিনী ছবিতেও মহাদেবের চরিত্রে অভিনয় করছেন।তে্লুগু ছবি কান্নাপ্পাতেও তিনি মহেশ্বরের চরিত্রে অভিনয় করছেন।
আট এর দশকে টেলিভিশনে সাড়া জাগানো রামায়নে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল। সেই সময় রামায়ন আর অরুণ গোভিল যেন সমার্থক হয়ে গিয়েছিলেন। সেই অরুণ গোভিলও কিন্তু মহাদেবের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির নাম শিব মহিমা। তাঁর অভিনয়ও কিন্তু দর্শকের ভাল লেগেছিল।
তালিকা এখানেই শেষ নয়। আরও এক নামী অভিনেতা মহেশ্বরের চরিত্রে অভিনয় করেছেন। তিনি মোহিত রাণা।২০১১ সালে তিনি দেবোঁ কি দেব ছবিতে মহদেবের চরিত্রে অভিনয় করেন। যা দর্শক ভুলতে পারেন নি। মহদেবের চ রিত্রে যাঁরাই অভিনয় করেছেন, তাঁরা স্বীকার করেন অভিনয়ের সময় তাঁরা কেমন এক শক্তি নিজেদের মধ্যে অনুভব করেছেন। সেই শক্তির গুণেই মানুষ পর্দার মহাদেবকে নিজেদের আরাধ্য বলে মনে করেছেন।