পীযূষ চক্রবর্তী,
আরজি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। এবার সেই ঘটনায় ফের তৎপর সিবিআই। টালা থানা ও আরজি করের আউট পোস্টে কর্তব্যরত ১১ জন পুলিশ কর্মীকে এবার তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওই ১১ জনকে আজ, সোমবার ও আগামিকাল মঙ্গলবার সিবিআই দফতরে হাজির হওয়ার কথা বলা হয়েছে। গত বছরের ৯ আগস্ট ঘটনার দিন আরজি কর হাসপাতালের আউট পোস্টে যে সমস্ত পুলিশকর্মী কর্তব্যরত ছিলেন তাদেরই শুধুমাত্র ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন কে কোথায় ডিউটি করেছিলেন, কী কী দেখেছেন তারা, হাসপাতালে ওইদিন কারা কারা এসেছিলেন, সেইসব বিষয়গুলো তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা।
গত বছরের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ডিউটি করাকালীন সেমিনার রুমে ধর্ষিতা হয়ে খুন হন ওই তরুণী চিকিৎসক। ওই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে দেশ ছেড়ে বিদেশে। পথে নামেন সাধারণ মানুষ থেকে চিকিৎসক সকলেই। প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। বেশ কয়েকজন চিকিৎসক অনশনেও বসেন। ওই মামলায় ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের। এরপরই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা-মা ও চিকিৎসকরা। তারা আদালতেও কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে নালিশ করেন। পরে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও তারা দেখা করেন। সম্প্রতি দিল্লি গিয়েছিলেন তিলোত্তমার মা-বাবা। দিল্লিতে সিবিআইয়ের হেড অফিসে গিয়ে কেন্দ্রীয় সংস্থার ডিরেক্টরের সঙ্গেও দেখা করেন তারা। তদন্তের অগ্রগতি নিয়েও তারা কথা বলেন। তারপর ওই ১১ জন পুলিশ কর্মীকে সিবিআইয়ের তলব বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।
আরজি কর কাণ্ডে ১১ জন পুলিশ কর্মীকে তলব সিবিআইয়ের
