চুক্তি ভিত্তিক গাড়িচালকদের দীর্ঘদিনের দাবী মিটলো, বাড়লো বেতন

বঙ্গবার্তা ব্যুরো,
চুক্তিভিত্তিক ড্রাইভারদের বেতন কাঠামো সংশোধন, কার্যকর জানুয়ারি ২০২৫ থেকে
রাজ্যের চুক্তিভিত্তিক ড্রাইভারদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করল রাজভবন। সরকারি দফতর, সরকার পোষিত সংস্থা, পুরসভা ও শিক্ষা বোর্ডের অধীনে চুক্তির ভিত্তিতে নিযুক্ত ড্রাইভারদের জন্য রাজ্য সরকার যে নতুন বেতন কাঠামোর প্রস্তাব পাঠিয়েছিল, তাতে সবুজ সংকেত মিলেছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, সদ্য নিযুক্ত ড্রাইভারদের প্রাথমিক বেতন ধার্য হয়েছে ১৬ হাজার টাকা। এরপর অভিজ্ঞতার ভিত্তিতে বেতন ধাপে ধাপে বাড়বে। পাঁচ বছর পূর্ণ হলে তা হবে ২০ হাজার টাকা, দশ বছরের অভিজ্ঞতায় ২৫ হাজার টাকা, ১৫ বছর পূর্ণ হলে ৩১ হাজার টাকা এবং ২০ বছর পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করলে বেতন দাঁড়াবে ৩৮ হাজার টাকায়।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক ড্রাইভারদের বেতন বৃদ্ধির দাবি উঠছিল। সেই দাবি বিবেচনা করেই এই সংশোধনী আনা হয়েছে।
রাজ্যের সিদ্ধান্তে খুশি চুক্তিভিত্তিক চালকদের একাংশ। তাঁদের বক্তব্য, এতদিন স্থায়ী চালকদের তুলনায় চুক্তিভিত্তিক চালকদের বেতন অনেকটাই কম ছিল। তবে এই নতুন কাঠামো চালু হলে বেতনের বৈষম্য কিছুটা কমবে বলে আশা করছেন তাঁরা।
তবে অন্যদিকে, একাংশের মতে, স্থায়ী কর্মীদের মতো অন্যান্য সুযোগ-সুবিধা এখনো অধরাই থেকে যাচ্ছে। ফলে তাঁরা চান, এই বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সামাজিক সুরক্ষাও যেন সরকার নিশ্চিত করে।
সব মিলিয়ে, রাজ্যের এই সিদ্ধান্তে স্বস্তি মিললেও আগামী দিনে আরও সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন চুক্তিভিত্তিক চালকদের সংগঠন।