পাকিস্তানে ইফতারের সময় আত্মঘাতী হানা, নিহত ১২

বঙ্গবার্তা ব্যুরো,
ইফতারের সময় পাকিস্তানের উত্তর-পশ্চিমে একটি নিরাপত্তা কেন্দ্র লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এক নিরাপত্তা কর্তা জানান, নিহতদের মধ্যে তিন শিশু ও দুই মহিলা আছেন, আহত হয়েছেন ৩২ জন।জানা গেছে খাইবার পাখতুনখোয়ার বান্নু সেনানিবাসে এই আত্মঘাতী বোমা হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেনানিবাসের ওই এলাকায় দুটি বিস্ফোরকভর্তি গাড়ি ঢুকে পড়ার পর পরই ঘটে এই বিস্ফোরণ।এখন পর্যন্ত ১২ জন নিহত এবং ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ।জানা যাচ্ছে হামলাকারীরা উচ্চ মাত্রার ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এমন বিস্ফোরক ব্যবহার করে।
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র ব্যর্থ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শেহবাজ শরীফ বলেন, ‘কাপুরুষ জঙ্গিরা পবিত্র রমজান মাসে নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে। তারা কোনো ক্ষমা পাবে না।’ পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাসবাদ আবার বেড়ে চলেছে, সরকারের চ্যালেঞ্জকে আবারও সামনে এনেছে। বিশেষ করে আফগান সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর চাপ আরও বাড়ছে।