ফের ট্রুডোকে গভর্নর সম্বোধন ট্রাম্পের, এবার কড়া বার্তা কানাডার

বঙ্গবার্তা ব্যুরো,
ফের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর’ বলে সম্বোধন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রায় এক ঘণ্টা দীর্ঘ ফোনালাপের পর বুধবার ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে লেখেন যে তিনি ‘গভর্নর জাস্টিন’কে বলেছেন যে তার ‘দুর্বল সীমান্ত নীতি’ই ওয়াশিংটন এবং অটোয়ার মধ্যে সম্পর্কের অবনতির কারণ। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “যারা আগ্রহী, তাদের জন্য বলছি, আমি কানাডার গভর্নর জাস্টিন ট্রুডোকে বলেছি যে তিনি আমাদের সঙ্গে তাদের যে সমস্যা তৈরি করেছেন, তার মূল কারণ তাঁর দুর্বল সীমান্ত নীতি।যার ফলে বিপুল পরিমাণ ফেন্টানিল এবং অবৈধ অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে ঢূকেছে। এই নীতি অনেক মানুষের মৃত্যুর জন্যই দায়ী।”
এদিকে, কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি বুধবার ট্রাম্পের কানাডাকে আমেরিকার ‘৫১তম রাজ্য’ বানানোর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন যে তাঁরা একে খুব গুরুত্ব সহকারেই দেখছেন।সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোলি বলেন যে এটি আর মজার বিষয় নয়। আমরা অপমানিত। আমরা ক্ষুব্ধ। আমরা রাগান্বিত। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যে কানাডার যুক্তরাষ্ট্রের অধীনে আসা উচিত এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৫১তম কানাডিয়ান রাজ্যের গভর্নর হতে পারেন।