বঙ্গবার্তা ব্যুরো,
দলনেত্রীর গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠক হয় বৃহস্পতিবার তৃণমূল ভবনে। সেই বৈঠকেই অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর অনুপস্থিতে ফের দলে জল্পনা শুরু হয়েছে। ২৭ ফেব্রুয়ারি নেতাজী ইন্ডোরে দলের কর্মী সভায় মমতা এক কমিটি করে দেন। যাদের কাজ হবে ভোটার তালিকা স্ক্রুটিনি করা। ৩৬ জনের এই কমিটির দ্বিতীয় নাম ছিল অভিষেকের। প্রথম নাম সুব্রত বক্সী। তৃণমূল ভবনে সেই কমিটির প্রথম বৈঠক হয় বৃহস্পতিবার। সেই বৈঠকে খোদ অভিষেক না থাকায় তাই নিয়ে দলে গুঞ্জন শুরু হয়ে গেছে। শুধু তাই নয় অনেকে বলছেন অভিষেক ১৫ তারিখ এই নিয়ে পৃথক বৈঠক ডেকেছেন।সেই বৈঠক হবে ভার্চুয়াল এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। এখন ঐ বৈঠক অভিষেক আলাদা করে ডেকেছেন নাকি তাও দলেরই ঠিক করা তা নিয়ে দ্বিমত আছে।
এদিনের বৈঠকে অভিষেকের পাশাপাশি ছিলেন না ডেরেক ও ব্রায়ানও। তিনি কেন এলেন না তাও স্পষ্ট নয়।অভিষেক কে নিয়ে ইদানিং শুধু দলে নয় রাজ্য রাজনীতিতেও জোর চর্চা চলছে। অনেকেই বলছেন তিনি আলাদা দল করছেন। যদিও নেতাজী ইন্ডোরের সভা থেকে অভিষেক নিজে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন এসব ইচ্ছে করে বাজারে ছড়ানো হচ্ছে। তিনি এও দাবি করেন তাঁর গলা কেটে দিলেও তিনি বিজেপিতে যাবেন না।