আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলের মহিলারা পথে

বঙ্গবার্তা ব্যুরো,
নারী দিবসে তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রী সমর্থকরা মিছিলে সামিল। পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেস এই কর্মসূচির ডাক দেয়। রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ওই কর্মসূচিতে দলের প্রথম সারিতেই ছিলেন মহিলা নেতৃত্ব। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শিউলি সাহা, রাজ্য সভার সাংসদ দোলা সেন প্রমুখ। বিধাননগরের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী, কলকাতা পুরসভার মেয়র পারিষদ মিতালী ব্যানার্জি প্রমুখ অংশ নেন। পোস্টার লেখা ছিল নারী দিবসের ৫০ বছরে দিদি বাংলার ঘরে ঘরে। দলের নিচু তলার কর্মী সমর্থক আরম্ভ করে কাউন্সিলর – বিধায়ক সকলেই স্বতঃস্ফূর্ত যোগদান করেন। দলের তরফেও এদিন রাজ্য সরকারের সফল ও জনকল্যাণমুখী কর্মসূচির সাফল্য তুলে ধরা হয়।