বঙ্গবার্তা ব্যুরো,
অবশেষে কলকাতা হাইকোর্ট তিন নতুন বিচারপতি পেতে চলেছে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচজনের নাম সুপারিশ করেছিল। রাষ্ট্রপতি প্রধানবিচারপতির সঙ্গে আলোচনা করে তিন জনের নাম অনুমোদন করেছেন। কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেখোয়াল নিজের সমাজ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। যে তিন জনের নামে অনুমোদিত হয়েছে তারা হলেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং শ্রী ওম নারায়ন রাই। কলেজিয়াম এই তিন জন ছাড়াও তলয় মাসুদ এবং কৃষ্ণরাজ ঠাকুরের নামও অতিরিক্ত বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল।
কলকাতা হাইকোর্টে এখনও বিচারপতিদের পদ শূণ্য রয়েছে। জানুয়ারি মাসে শূণ্য পদের সংখ্যা ছিল ২৯। কেন্দ্রীয় সরকার আইনজীবীদের মধ্যে থেকে বিচারপতি নিয়োগের জন্য বহু দিন অনুমতি আটকে রেখেছিল। বিচারপতির অভাবে হাইকোর্টের স্বাভাবিক কাজ কর্মে সমস্যা হচ্ছিল। তিন অতিরিক্ত বিচারপতি পাওয়ায় এবার কাজে কিছুটা হলেও সুবিধে হবে বলে আশা বারের আইনজীবীদের।
কলকাতা হাইকোর্টে তিন নতুন বিচারপতি
