
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বাংলাদেশি জঙ্গি ও অনুপ্রবেশকারীর ঘটনায় উদ্বেগে প্রশাসন। এবার খোদ কোলকাতার পার্ক স্ট্রিট গ্রেফতার এক বাংলাদেশি। মহম্মদ আবিউর রহমান নামের বছর সাঁইত্রিশের ওই অনুপ্রবেশকারীকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মারকুইস স্ট্রিট থেকে আবিউরকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নড়াইল জেলার নতুনগঞ্জের বাসিন্দা আবিউরের কাছে কোনও বৈধ পরিচয়পত্র ছিল না। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এবং আরও কিছু গুরুত্বপূর্ণ নথি। ওই ভুয়ো নথিগুলি ব্যবহার করেই সে বিভিন্ন কাজ করত বলে সন্দেহ পুলিশের। তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে। বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে বিতাড়িত করার পর থেকেই এদেশে অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গেছে। এরাজ্যের পাশাপাশি অসম, ত্রিপুরা, কেরলে গ্রেফতার হয়েছে একাধিক জঙ্গি ও অনুপ্রবেশকারী। দিল্লি ও মহারাষ্ট্রেও একাধিক অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ায় বেশ উদ্বেগে পুলিশ।