পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই

প্রাথমিক নিয়োগ মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে পার্থ এবং এই মামলায় অভিযুক্ত অয়ন শীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও সিবিআই চার্জশিট জমা দেয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এই তিনজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পার্থ মাথা হিসেবে কাজ করলেও অয়ন ছিলেন অন্যতম কিংপিন। চার্জশিটে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তাদের।
অন্যদিকে, এই দুর্নীতির তদন্ত করছে আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। ইডির মামলায় পার্থ-সহ মোট ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে। বিচার ভবনে সেই চার্জগঠন প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে হয়েছে। শুক্রবারও চার্জ গঠনের শুনানি হয়। ইতিমধ্যেই পার্থ ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এখনও পর্যন্ত মোট ১১ জন ইডির এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আদালতে। ইডি চার্জগঠনের শুনানিতে আদালতে দাবি করে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করা সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে পার্থ, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, আরও দুই ঘাসফুলের নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের যোগ স্পষ্ট। পার্থের সঙ্গে সুজয়ের মধ্যে লেনদেনের প্রমাণ মিলেছে বলেও জানায় ইডি।