বঙ্গবার্তা ব্যুরো,
ডার্বি মানেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ শুরু। এই মুহূর্তে সবুজ মেরুন সমর্থকরা ফুটবলে আইএসএল লিগ শিল্ড জয়ের আনন্দে মশ গগুল। ফুটবলের বয়সভিত্তিক গ্রুপের খেলাতেও ডার্বিতে দুই প্রধানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যা নিয়ে সমর্থকদের মধ্যে বাগযুদ্ধ কম হচ্ছে না। এই অবস্থায় কলকাতা হকি ডার্বি।
কলকাতা হকি লিগ প্রথম ডিভিশন গ্রুপ ‘এ’-তে রবিবার ডার্বির ফলাফল ড্র। ম্যাচ শেষ হয়েছে ২-২ ফলে। ডুমুরজলার অ্যাস্ট্রোটার্ফে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জ়াইদ খান ও রাজবীর সিংহ। মোহনবাগানের গোলদাতা অর্জুন শর্মা এবং নীতীশ নিউপানে। উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং অলিম্পিয়ান গুরুবক্স সিংহ।
এই মরশুমে প্রথমবার হকি লিগ অ্যাস্ট্রোটার্ফে অনুষ্ঠিত হচ্ছে। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হয়েছে অ্যাস্ট্রোটার্ফের মাঠ। ফলে কলকাতা হকি লিগের ম্যাচ জমজমাট। ডার্বির আবহ তাই রোমাঞ্চকর। এই মুহূর্তে হকি লিগে মোহনবাগান ভালো জায়গায়। পাল্লা দিচ্ছে ইস্টবেঙ্গলও। ফলে ডার্বির আবহ ছিল জমজমাট। তাই দুই দলের খেলা ড্র যেন দুই দলের ফর্মের সঙ্গে মানানসই।
হাওড়ার ডুমুরজলায় শুরু হচ্ছে হকি লীগ
