বঙ্গবার্তা ব্যুরো,
রুশ- ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন শান্তি আলোচনা। মঙ্গলবার সৌদি আরবের জেড্ডায় শুরু হওয়া এই আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। ইউক্রেনের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক। ইয়ারমাক জানিয়েছেন সৌদি বন্দর শহর জেড্ডায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে শুরু হয়েছে।
শুধু আন্দ্রি ইয়ারমাক ও তাঁর অফিসারেরাই জেড্ডায় গেছেন তা নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও সোমবার সৌদি আরব পৌঁছেছেন। যদিও মূল আলোচনায় তিনি উপস্থিত থাকছেন না। জেড্ডায় পৌঁছানোর আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন যে, শান্তি চুক্তির জন্য বা যুদ্ধের ইতি টানার জন্য রুশদের যেমন কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তেমনি ইউক্রেনকেও কঠিন কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একজন শীর্ষ উপদেষ্টা এ কথা বলেছেন। ইয়ারমাক সাংবাদিকদের বলেছেন, আমরা শান্তি অর্জনের জন্য সব কিছু করতে প্রস্তুত।
এদিকে বৈঠকের আগের রাতেও ইউক্রেনের উপর হামলা থামায় নি পুতিনের বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর চলে বিমানহামলা। সোমবার সারা রাত ধরেই কিয়েভ ও পার্শ্ববর্তী অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বরুশ – ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদিতে আলোচনা শুরু
