পীযূষ চক্রবর্তী,
ফের পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার পাক সার্কাস সেভেন পয়েন্টের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক অ্যাপ ক্যাব চালকের। এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ উত্তেজনা দেখা যায় পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছে। ঘটনাস্থলে বেনিয়াপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জানা গিয়েছে, এদিন চার নম্বর ব্রিজ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিলেন ওই ক্যাব চালক। তিনি পেশায় অ্যাপ বাইক চালক। সেই সময়ই একটি লরি চলে আসে। সেই লরির সঙ্গে তার বাইকের রেষারেষি হয়। সেই সময় সেভেন পয়েন্টের কাছে লরিটি বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। ধাক্কা মারে লরি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। কিন্তু পুলিশ লরি সমেত চালককে আটক করে। এর আগেও ওই জায়গায় দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পার্ক সার্কাসে লরির ধাক্কায় মৃত্যু অ্যাপ ক্যাব চালকের
