পীযূষ চক্রবর্তী,
ফের খুন করে ট্রলি ব্যাগে করে দেহ পাচারের অভিযোগ। এবার গিরিশ পার্ক এলাকার বাসিন্দা এক কাপড় ব্যবসায়ীকে খুন করে তার দেহ ট্রলি ব্যাগে ভরে পাচারের চেষ্টা করছিলেন দুই ব্যক্তি। তবে অ্যাপ ক্যাবের চালকের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়তে হলে অভিযুক্তদের। জানা গিয়ে, পেশায় কাপড় ব্যবসায়ী আদতে রাজস্থানের বাসিন্দা ভাগারাম দেবাসী নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে কফির সঙ্গে বিষ খাওয়ান তার দুই ব্যবসায়িক সঙ্গী কৃশপাল সিং ও করণ সিং। তারপর ওই ব্যবসায়ী অচৈতন্য হয়ে পড়লে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। ভাগারামের গলার নলিও কেটে দেয় ওই দুজন। তারপর তার দেহ ট্রলি ব্যাগে ভরে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে নদিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘোলার কাছে গেলে অ্যাপ চালকের সন্দেহ হয়। তখনই তিনি কিছু জিজ্ঞাসা করলে কৃশপাল ও করণের সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণ পরেই গাড়িচালক লক্ষ্য করেন ট্রলি ব্যাগটি ফেলার চেষ্টা করছেন ওই দুজন। তখনই তিনি গাড়ি দাঁড় করিয়ে তর্কাতর্কি জুড়ে দেন। তাদের চেঁচামেচিতে রাত ১০টা নাগাদ টহলরত পুলিশ ওই অ্যাপ ক্যাবের সামনে এসে উপস্থিত হয়। তখনই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় কৃশপাল। করণকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জেরা করে বুধবার ঠনঠনিয়া কালীবাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয় কৃশপালকে।
জানা গিয়েছে, বড়বাজারের কাপড়ের ব্যবসায়ী ভাগারাম ওই দুজনের কাছ থেকে আট লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ করতে না পারাতেই এই খুন বলে ধৃতেরা জেরায় পুলিশকে জানিয়েছে।