এবার বাংলাদেশে নতুন রাজনৈতিক দল, নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা

বঙ্গবার্তা ব্যুরো,
আলোচনা,জল্পনা অনেকদিন ধরেই চলছিল, এবার তা কিছুটা প্রকাশ্যেই চলে এল। বাংলাদেশের এক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আসতে চলেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আসতে চলেছে নতুন রাজনৈতিক দল।সেই দলের আহ্বায়ক হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। পরের পদগুলোয় থাকছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথমসারির কয়েকজন নেতা।
নতুন দল গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে মূলত জাতীয় নাগরিক কমিটি। জানা যাচ্ছে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে। আর এই নতুন দলের আহ্বায়কের দায়িত্ব কাঁধে নিতে নাহিদ ইসলাম যেকোনো সময় সরকার থেকে পদত্যাগ করতে পারেন বলে জানা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আসবেন বলে জানা যাচ্ছে। দলের আত্মপ্রকাশের জন্য ইতিমধ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটির ৬৮ জন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জন নেতা রয়েছেন।