টি-টোয়েন্টিতে এক বিরল রেকর্ড একই ম্যাচে তিনটি সুপার ওভার

Published by Subrata Halder, 17 June 2025, 10:10 p.m.

বঙ্গবার্তা স্পোর্টস ডেক্স, স্কটল্যান্ডে চলতি ত্রিদেশীয় সিরিজে ক্রিকেট ইতিহাসের এক বিরল ঘটনা ঘটতে দেখা গেছে। এই সিরিজে খেলছিল তিনটি দেশ নেদারল্যান্ডস, নেপাল ও স্কটল্যান্ড। সোমবার গ্লাসগোতে এই রেকর্ডটি হয়েছে নেদারল্যান্ডস ও নেপালের ম্যাচে। যেখানে তিন সুপার ওভারের রোমাঞ্চকর লড়াই দেখা গেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম এই ঘটনা ঘটলো। যদিও শেষ পর্যন্ত এই নাটকীয় লড়াইয়ে জয়ী হয় নেদারল্যান্ডস।

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য নেপালের দরকার ছিল ১৬ রান। ব্যাটসম্যান নন্দন যাদব ও সন্দ্বীপ লামিচানে নেদারল্যান্ডসের ডানহাতি পেসার কাইল ক্লেইনের করা ওভার থেকে ১৬ রানই তুলে নেন। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে বল করতে আসেন নেদারল্যান্ডসের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ডোরাম। নেপালের কুশল ভুর্তেল তাকে দুইটি ছক্কা ও একটি চার হাকান — ওই ওভারে রান উঠে ১৯।

নেদারল্যান্ডসের হয়ে ব্যাটিংয়ে নামে মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড। লেভিট প্রথম বলে ছক্কা হাঁকান, ও’ডাউড শেষ দুই বলে ৬ ও ৪ হাঁকিয়ে আবারও স্কোর সমান করলে ম্যাচ যায় দ্বিতীয় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে নেপালের বোলার লালিত রাজবংশী প্রথম তিন বলে দুটি ছক্কা খেলেও দারুণভাবে কামব্যাক করেন। ওই ওভারে নেদারল্যান্ডস তোলে ১৭ রান।

নেপালের পক্ষে জবাব দিতে নেমে রোহিত পৌডেল প্রথম বলেই ছক্কা হাঁকান, দীপেন্দ্র সিং এয়ারি মারেন চার। শেষ বলে দরকার ছিল ৭ রান।এয়ারি কাউ কর্নার দিয়ে ছক্কা মারলে ম্যাচ পৌঁছে তৃতীয় সুপার ওভারে!

তৃতীয় সুপার ওভারে বল করেন নেদারল্যান্ডসের অফস্পিনার জ্যাক লায়ন-ক্যাশে। প্রথম দুই বলেই তিনি তুলে নেন নেপালের পৌডেল ও অভিষিক্ত রুপেশ সিংয়ের উইকেট। ওই ওভারের নেপাল এক রানও করতে পারেনি।

জবাবে নেদারল্যান্ডসের ব্যাটার মাইকেল লেভিট প্রথম বলেই সন্দীপ লামিচানেকে লংঅন দিয়ে বিশাল ছক্কায় হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন।

এর আগে ম্যাচের মূল ইনিংসে আগে ব্যাট করে নেদারল্যান্ডস তোলে ১৫২ রান। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান তোলে নেপালও।

সব মিলিয়ে এই ম্যাচ দেখে যার পর নাই আনন্দ পেয়েছেন দর্শকরা। ম্যাচ ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। শুধু উত্তেজনাপূর্ণই নয়, বলা যায় ক্রিকেট ইতিহাসে রচনা করে নিয়েছে অনন্য এক অধ্যায়ও।

06:17