রবীন্দ্র সরোবর লেকে আবারও জলে ডুবে মৃত্যু এক যুবকের

Published by Subrata Halder, 15 June 2025, 08:02 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
রবীন্দ্র সরোবর লেকে জলে ডুবে আবার ও এক যুবকের মৃত্যু হলো। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে লেকের এক নম্বর গেটের কাছে পাবলিক সুইমিংপুলে। জলের ভিতর ঝাঁঝি জংলায় পা আটকে মৃত্যু হয়েছে বলে অনুমান। নাম শিবম। অভিষেক নামে আরও এক জনকে উদ্ধার করা হয়েছে। তিনিও ডুবে যাচ্ছিলেন। কিন্তু বাঁচানো গিয়েছে। তবে শিবম বা শুভমকে বাঁচানো যায়নি। লেকে যারা নিয়মিত সাঁতার কাটেন, তারাই ওদের উদ্ধার করে।
জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ তিনজন কেএমডিএর অধীনে থাকা পাবলিক সুইমিংপুলে সাঁতার কাটতে নামে। ওখানে জলে একটি নির্দিষ্ট সীমায় রেলিং দেওয়া রয়েছে। যারা সাঁতার জানে না, তাঁরা রেলিংয়ের মধ্যে স্নান করে। কিন্তু যারা সাঁতার জানে তারা রেলিংয়ের বাইরে যায়। রেলিংয়ের বাইরে কুড়ি ফুট এলাকা সাঁতারের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু রেলিংয়ের ভিতরের জায়গাটি সাঁতার কাটার জন্য অযোগ্য, রক্ষণাবেক্ষণ না হওয়ার জেরে নোংরা জমে গিয়েছে, পলি জমেছে, গভীরতা নেই বলে অভিযোগ পরিবেশপ্রেমী এবং প্রাতঃভ্রমণকারীদের। তাই অনেকেই রেলিংয়ের বাইরে সাঁতার কাটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এরা তিনজন রেলিংয়ের বাইরে সাঁতার কাটতে চলে যায়। নিখিল, অভিষেক এবং শিবম বা শুভম। তার মধ্যে নিখিলকে স্থানীয়রা বারণ করলে সে উঠে চলে আসে। অভিষেক ডুবে যাচ্ছিল, ওকে অন্যান্য সাঁতারুরা জল থেকে উদ্ধার করে। কিন্তু শুভম ঝাঁঝরিতে পা আটকে ডুবে যায় বলে অভিযোগ। প্রায় ৪৫ মিনিট পর ৭টা ৪৫ মিনিট নাগাদ শিবম বা শুভমকে জল থেকে উদ্ধার করা হয়। বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থলে যায় রবীন্দ্র সরোবর থানার পুলিস।