ট্রেনে তবলাবাদক খুনের ঘটনায় অভিযুক্তকে মুম্বই থেকে নিয়ে আসা হল হাওড়ায়

ট্রেন থেকে উদ্ধার তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনের ঘটনায় ভোলু কর্মবীর জাঠ ওরফে রাহুল নামে একজনকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। বুধবার অভিযোগ মুম্বই থেকে তাকে হাওড়ায় নিয়ে আসে রেল পুলিশ। প্রসঙ্গত গত ১৯ নভেম্বর হাওড়াগামী কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার হয় তবলাবাদক সৌমিত্রের দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ভোলু মূলত ট্রেনেই খুন করত। সে একাধিক খুন করেছে। গত ২০ অক্টোবর মহারাষ্ট্রের সোলাপুরে পুনে-কন্যাকুমারী এক্সপ্রেসে এক মহিলাকে যৌন নির্যাতনের পর সে খুন করেছিল। কর্নাটকেও একজনকে সে ট্রেনে খুন করে। গত ১৪ নভেম্বর গুজরাতের উর্বরাতেও এক তরুণীকে যৌন নির্যাতনের পর খুন করেছিল সে। তারপর সেকেন্দরাবাদে আরও এক মহিলাকে সে গ্রেফতার করেছিল। তারপর ২৪ নভেম্বর গুজরাত পুলিশের হাতে সে গ্রেফতার হয়। হরিয়ানার বাসিন্দা ভোলু অবশ্য ছোটবেলা থেকেই অপরাধে সিদ্ধহস্ত ছিল। মে মাসের পর থেকে সেই এই পাঁচটি খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্ত।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার হয়েছিল সৌমিত্রর দেহ। বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে সৌমিত্রকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল। তার সঙ্গে থাকা ১০ হাজার টাকা এবং মোবাইল ফোনটিও নিয়ে চলে যায় ভোলু।