পীযূষ চক্রবর্তী: ফের শহরে খুন। এবার গল্ফগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনি এলাকায় খাটের তলা থেকে উদ্ধার এক যুবতীর গলাকাটা দেহ। বছর তিরিশের ওই যুবতীর দেহ উদ্ধার হয় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গল্ফগ্রিন থানা থেকে কিছুটা দূরে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই যুবতী। ওই যুবতীর সঙ্গে থাকতেন তাঁর মা। এদিন দুপুর থেকে তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা নাগাদ স্থানীয় লোকজন দেখতে পান খাটের তলায় রক্তের দাগ। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে। তাঁর গলায় ক্ষতের দাগ রয়েছে। কে বা কারা এই কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ।