Upload By K. Halder at 18th March 2025, 08:02 PM
তারের সাফল্যে ভর করে এবার সিতারে জমিন পর, আমিরের
বঙ্গবার্তা ব্যুরো,
আমির খান মানেই অন্যরকম অভিনয়,সিনেমা দেখতে বসে নতুন কিছু পাওয়া। বেশ কিছুদিনের বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন আমির খান। আগামী ২০ জুন বড়পর্দায় আসছে তার সিতারে জমিন পর।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল বক্স অফিসে হইচই ফেলা ছবি তারে জমিন পর। তখন থেকেই আমির প্ল্যান করেছিলেন তারে জমিন পর ছবির সিক্যুয়েল তৈরি করবেন। অবশেষে কাজ শেষ, মুক্তি পেতে চলেছে তারে জমিন পর এর সিক্যুয়েল সিতারে জমিন পর।প্রথমে মে মাসের শেষে মুক্তি দেওয়ার ভাবনা থাকলেও এখন ২০ শে জুন মুক্তির দিন চূড়ান্ত হয়েছে। আমির বক্স অফিসের নিরিখে মুক্তির জন্য জুনের সময়টাকেই বেছে নিয়েছেন। কারণ মে ৩০-এর বদলে জুন ২০ তার ছবিকে বক্স অফিসে আরও দু’সপ্তাহের ক্লিয়ার রান দেবে।
ছবির সম্পাদনাও শেষ।ড্রামা হলেও ছবিতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল থাকবে- যা আমিরের ছবির বিশেষত্ব। জানা যাচ্ছে ছবিতে ছবিতে মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকবেন মিস্টার পারফেকশনিস্ট।এখন আমিরের নজর পুরোপুরি ছবির প্রচার ও বিজ্ঞাপনের দিকে।ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী দু’সপ্তাহের মধ্যেই।
আমির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সিতারে জমিন পর এর গল্পে হিউমার, আবেগ আর ড্রামার নিখুঁত মিশেল রয়েছে, যা আমিরের ছবির বিশেষত্ব। তিনিও এই ছবি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। আরও জানা গিয়েছে, ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী দু’সপ্তাহের মধ্যেই।পরিকল্পনা আছে আগামী ১ মে অজয় দেবগণ অভিনীত রেইড ২ এর ছবির সঙ্গে জুড়ে দেওয়া হবে সিতারে জমিন পর এর ট্রেলার।