তেরো বছর বয়সেই দুবাইতে বিলাস বহুল বাড়ির মালিকঅমিতাভ নাতনি আরাধ্যা

Aaradhya Bachchan Dubai luxury house

Upload By K. Halder at 23th April 2025, 07:48 AM

বঙ্গবার্তা ব্যুরো,
বয়স মাত্র তেরো। কিন্তু এই বয়সেই দুবাইতে বিলাস বহুল বাড়ির মালিক হলেন আরাধ্যা রাই বচ্চন। অভিষেক আর ঐশ্বর্যার একমাত্র মেয়ে আরাধ্যা। ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক আর ঐশ্বর্য। ২০১১ সালে তাদের কন্যা সন্তান জন্ম নেয়। নাম রাখা হয় আরাধ্যা। সেই আরাধ্যাই এই প্রাসাদোপম বাড়ির মালকিন।


এই সম্পত্তি অবশ্য বছর দশেক আগেই কেনা হয়েছিল। বাড়ির ভিতরে আছে বিশাল পুল, বাগান, ঝর্ণা, গল্ফ খেলার মাঠ। সাত তারা হোটেলের মত সব আধুনিক ব্যবস্থাই রয়েছে এই বাড়ির অন্দরে। বাড়ির দাম প্রায় ১৬ কোটি টাকা। যে এলাকায় শাহরুখ, শিল্পা শেট্টি, অনন্ত আম্বানির বাড়িও আছে।


দুবাইতে সম্পত্তি কিনলেও ব্যক্তিগত ভাবে ঐশ্বর্যর সম্পত্তির পরিমাণ অভিষেকের থেকে অনেক বেশি । ঐশ্বর্যের সম্পদের পরিমাণ ৭৭৬ কোটি। অভিষেক বচ্চনের সম্পদের পরিমাণ ২৮০ কোটি টাকা। দুবাই ছাড়া মুম্বইতেও অভিষেক, ঐশ্বর্যের বাড়ি ও সম্পত্তি আছে। এবার সাবালক হবার আগেই মেয়েও কয়েক কোটি টাকার প্রাসাদের মালিক হলেন।

10:43