বঙ্গবার্তা ব্যুরো,
যুদ্ধ আপাতত স্থগিত, চলছে বন্দিদের ফেরানোর পালা।এমন পর্বেই চার মহিলা ইজরায়েলি সেনাকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিল হামাস।বন্দি প্রত্যপর্ণের শর্তে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে প্রায় একবছরেরও বেশি সময় হামাসের ডেরায় থাকা চার ইজরায়েলি মহিলা সেনা মুক্তি পেলেন শনিবার।২০০ জন প্যালেস্তেনীয় বন্দির পরিবর্তে এই চার যুবতী সেনাকে মুক্তি দেয় হামাস জঙ্গি গোষ্ঠী। এই চারজনের নাম ক্যারিনা আরিয়েভ, দানিয়েলা গিলোবা, নামা লেভি ও লিরি আলবাগ।তাদের সামরিক পোশাক পরে একটি মঞ্চে দাঁড় করিয়ে হাত নাড়তে বলা হয়।
শুক্রবার হামাস জানায় যে তারা ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে তাদের হাতে বন্দী থাকা চারজন ইজরায়েলি নারী সৈন্যকে মুক্তি দেবে। ইজরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটি দ্বিতীয় বিনিময়।গাজা সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে চারজনকে বন্দী করা হয়।জানা যাচ্ছে এই চারজন ছাড়া পাওয়ার পর কেবলমাত্র ২১ বছরের বার্গার হামাসের ঘরেই থেকে গেলেন। বাকি সকল মহিলা সেনাকেই মুক্ত করেছে জঙ্গি গোষ্ঠী।
ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি গত রোববার কার্যকর হয়।প্রথম দফা বন্দী বিনিময়ে ৯০ কারাবন্দী প্যালেস্তেনীয়কে মুক্তি দিয়েছে ইজরায়েল। হামাস ৩ জন বন্দিকে মুক্তি দেয়। ইজরায়েলে হামাসের আকস্মিক হামলার মধ্য দিয়ে দুই পক্ষের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন মানুষের মৃত্যু হয় হন। আটক করে গাজায় নিয়ে আসা হয় ২৫১ জনকে।