Upload By K. Halder at 20th March 2025, 10:59 AM
বঙ্গবার্তা ব্যুরো,
ভারতীয় দলের গৌতম গম্ভীরের কোচিং ব্রিগেড থেকে অব্যাহতি পেয়েছে অভিষেক নায়ার। সেখান থেকেই সোজা কলকাতা নাইট রাইডার্সের কোচিং ব্রিগেডে যোগ দিলেন তিনি। হেডকোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডোয়েন ব্র্যাভো, সহকারি কোচ ওটিস গিবসনের সঙ্গে অভিষেক নায়ারও। যোগ দিয়েই নাইট ব্যাটারদের ভুলত্রুটি শুধরোতে নেমে পড়লেন। ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংয়ের সঙ্গে দীর্ঘক্ষন কথা বললেন অভিষেক।
বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে বাড়তি সময় ব্যয় করেন নায়ার। তারপর রামনদীপ সিং, রিঙ্কু সিংয়ের সঙ্গেও কথা বলেন। তিনদিন বিশ্রামের পরে নাইটরা ফের অনুশীলনে। অন্যদিকে ম্যাচ জিতে কলকাতায় পা রাখছে সাই সুদর্শনরা। তবে প্রতিপক্ষের ভুলত্রুটি নিয়ে কাঁটাছেড়ার চেয়ে নিজেদের শুধরে নেওয়ার চেষ্টায় দল। ইডেনে খেলা মানেই চলতি আইপিএলে আলোচনার কেন্দ্রে বাইশগজ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই হবে গুজরাতের সঙ্গে ম্যাচ। তবে বাইশ গজে অল্প ঘাস রয়েছে।
আন্দ্রে রাসেল দীর্ঘক্ষন বল করেছেন। একইভাবে দুদফায় ব্যাট করেছেন। তবে যেভাবে পারফরম্যান্স করছেন তাতে রাভমান পাওয়েলকে সোমবার দেখা যেতে পারে। নেটে পাওয়ালকে দীর্ঘক্ষন ব্যাট করতে দেখা গিয়েছে। একইভাবে গুরবাজকে তিন নম্বরে ব্যাট করানো হয়েছে। তার ব্যাটিংয়ের সময় অভিষেকের কড়া নজরদারি। কুইন্টন ডি কক এবং সুনীল নারাইনও ছন্দে নেই।
দুজনই বাড়তি সময় ব্যয় করলেন সুনীল। নেট প্র্যাকটিসের পরে ডোয়েন ব্র্যাভো, ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কে রাহানে ছোট্ট মিটিং সারলেন। এদিকে প্র্যাকটিস শেষ হওয়ার ঘণ্টা খানেক আগে ইডেন ছাড়লেন বরুন চক্রবর্তী। আবার রাসেলের জোরালো শট ধরতে গিয়ে ডান হাতের তালুতে হালকা চোট বৈভব আরোরার। বরফের প্যাক লাগিয়ে ঘুরলেন। তবে তার খেলা নিয়ে কোনও সংশয় নেই। সব মিলিয়ে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর।