বঙ্গবার্তা ব্যুরো,
কুকুর, পাখি, রঙিন মাছসহ সবরকম পোষ্য ও পশুপাখির অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামসহ ইউনিটের উদ্বোধন হল শনিবার, কলকাতায়। মানুষের জরুরী চিকিৎসায় যতরকম পরীক্ষা হয়, কার্যত প্রায় সবরকম ভেটেনারি ব্যবস্থা চালু হল। শুরু হল ডায়ালিসিস, ইসিজি, এন্ডোস্কোপি, ল্যাপারোস্কোপি, গ্যাস অ্যানাসথেসিয়া, মাল্টিপ্যারা মনিটর, কলার ডপলর, ব্লাড ট্রান্সফিউশন, ইকোকার্ডিওগ্রাফি, অপারেশন থিয়েটার, ভেন্টিলেশন ও ইনকিউবেটর, ল্যাপসরস্কোপি, ডিজিটাল রেডিওগ্রাফসহ বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা।
চালু করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব সংস্থা। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও পোষ্যপ্রেমী কুণাল ঘোষ, সংস্থার কর্ণধার প্রতীপ চক্রবর্তী সহ অনেকে। এই সংস্থা কয়েকবছর ধরেই পোষ্যদের রক্তপরীক্ষাসহ কিছু চিকিৎসা নিয়ে কাজ করছে। শনিবার থেকে শুরু হল আধুনিক পরিষেবা। মতিলাল নেহরু রোডে এই ইউনিট। বিধাননগরে রয়েছে আরেকটি কেন্দ্র। কুণাল ঘোষ বলেন, পোষ্যদের জন্য এইধরণের পরিষেবার খুবই দরকার ছিল। যন্ত্রগুলি ঘুরিয়ে দেখিয়ে পরিষেবা বোঝান প্রতীপ চক্রবর্তী। তিনি বলেন, এই ইউনিটে পশু চিকিৎসকরা আছেন। কিন্তু অন্য এলাকার পোষ্যরাও তাদের চিকিৎসকদের এনে এই যন্ত্রগুলির পরিষেবা নিতে পারেন। পথকুকুরদের ক্ষেত্রে অসুস্থদের চিকিৎসা বিনামূল্যে করে দেব আমরা।
কুণালকে সংস্থার কাজকর্ম বোঝাতে গিয়ে প্রতীপবাবু জানান, আলিপুর চিড়িয়াখানাসহ বিভিন্ন জায়গার পশুদের চিকিৎসা দরকার হলে এখানে খবর আসে। তখন আমরা গিয়ে পরীক্ষা করি। চিতাবাঘ, পাইথনের ইসিজির ছবি কুণালকে দেখান প্রতীপ। এছাড়া বিএসএফ, ফোর্ট উইলিয়ামের সেনাবাহিনীর কুকুরদের সমস্যা হলেও এখানে খবর আসে। এখন থেকে পরিষেবা আরও বাড়লো।
প্রতীপ এবং তাঁর সহকর্মী সৈকত ভট্টাচার্যরা জানান এক বিরল অভিজ্ঞতা। ভারতীয় জাদুঘর থেকে কিছু দিন আগে কড়া নিরাপত্তায় দুশো বছর আগের মাছের সংরক্ষিত দেহ পাঠানো হয়েছিল এক্স রে করতে। ওই ঘরানার মাছের এখনকার গঠনের সঙ্গে তুলনামূলক গবেষণার কাজের জন্য। প্রতীপ বলেন, এখন আধুনিক পরিষেবা যাতে আরও বেশি পোষ্যর কাছে পৌঁছে দেওয়া যায়, আধুনিক চিকিৎসার কাজে লাগে, সেই উদ্যোগে কাজ সম্প্রসারণ চলছে।এদিনই ইউনিটে দেখা গেল পোষ্য কুকুর, বেড়াল নিয়ে পরীক্ষার জন্য এসেছেন কিছু পোষ্যপ্রেমী।