Published By Subrata Halder on 4th April 2025 at 12:45pm
বঙ্গবার্তা ব্যুরো,
সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর। ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত। কিন্তু অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তাদের পাশে দাঁড়িয়ে আগামী ৭ই এপ্রিল তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বঞ্চিত শিক্ষকদের সমাবেশে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের চাকরি বাতিল করা হয়েছে, তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করা হয় এদিন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা জানান যে আদালতের রায়ে বলা হয়েছে নিযুক্তদের মধ্যে অযোগ্য যারা তাঁরা ১২ শতাংশ সুদ সহ টাকা ফেরত দেবে, তারা পরীক্ষায় বসতে পারবে না। যারা যোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে না, তারা পরীক্ষায় বসতে পারবেন।
আগামী ৭ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার কাছে লিখিত আবেদন জানাবেন বলে জানিয়েছেন চাকুরিহারারা। ৭ই এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী, মুখ্যসচিব ও আইনজীবীরাও থাকবেন বলে জানা গেছে।