গলওয়ান সংঘাতের পর, পাঁচ বছর বাদে চিন সফরে ভারতের বিদেশমন্ত্রী

বঙ্গবার্তা ব্যুরো, দিল্লী


দু বছর আগে লাদাখের গুলওয়ানে ভারত চিন সংঘাতের পর বরফ গলতে শুরু করলো।
সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চিন সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সে
দেশে পৌঁছে চিনের উপ রাষ্ট্রপতি হ্যান ঝোংয়ের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও আলোচনা বৃদ্ধির উপর জোর দিয়েছেন জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক মনোভাবের কথা বলেন তিনি বনোলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। সার্ক নিষ্ক্রিয় হয়ে যাবার পর বিকল্প জোট তৈরিতে এই বৈঠক বিশেষ গুরুত্ব পূর্ণ।