চুক্তি পাকা, এবার সুদানে হতে চলেছে রাশিয়ার নৌঘাঁটি

বঙ্গবার্তা ব্যুরো,
যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাঁটি গড়তে চুক্তি পাকা করে ফেলল রাশিয়া। সুদানের বিদেশমন্ত্রী আলী ইউসিফ রাশিয়ার নৌঘাঁটি নিয়ে চুক্তি সই হয়েছে এবং ‘বন্দর’ তৈরি নিয়ে রাশিয়ার সঙ্গে তাঁরা ‘পুরোপুরি একমত’ হয়েছেন। নৌঘাঁটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া। তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পরে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানায়।
রাশিয়া ও সুদানের মধ্যে লোহিত সাগরের উপকূলে নৌঘাঁটি স্থাপন সংক্রান্ত চুক্তিটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি মূলত রাশিয়ার সামরিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করার পাশাপাশি সুদানের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে তুলবে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও ফ্রান্স ইতোমধ্যে হর্ন অব আফ্রিকায় তাঁদের নৌবাহিনী মোতায়েন করেছে। রাশিয়ার জন্য এই চুক্তি প্রতিযোগিতামূলক সুবিধা এনে দেবে। রাশিয়া এই নৌঘাঁটি ব্যবহার করে লোহিত সাগরে নিজেদের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায়।
অর্থনৈতিকভাবে সংকটে থাকা সুদানের জন্য রাশিয়ার বিনিয়োগ লাভজনক হতে পারে। তবে পশ্চিমী দেশগুলো ও আঞ্চলিক শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও মিসর, এই চুক্তিকে সন্দেহের চোখে দেখে বিরোধীতার পথেই হাঁটবে বলে মনে করা হচ্ছে। তবে এটি সুদানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে, তবে একইসঙ্গে এটি দেশটির জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জও তৈরি করবে।