পীযূষ চক্রবর্তী,
ফের বিতর্কে কলকাতা পুরসভার কাউন্সিলর লিপিকা মান্না। এবার তার বিরুদ্ধে কসবা এলাকার বাসিন্দাদের জল না দেওয়ার অভিযোগ উঠল। যার জন্য ওই এলাকার বহু মানুষের কল তুলে নেওয়ার অভিযোগ উঠল লিপিকার বিরুদ্ধে। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, ভোট না দিলে জল পাওয়া যাবে না বলে বলে তাদের হুমকি দেন ১০৭ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলর। যার বিরুদ্ধে ওই এলাকার লোকজন প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠিও পাঠিয়েছেন। তৃণমূলের বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছেও গিয়ে নালিশ জানিয়েছে ওই এলাকার ৪০টি পরিবার। যা নিয়ে সব মহল থেকেই নিন্দা করা হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের ওপর মানসিক চাপ দিচ্ছেন লিপিকা। তৃণমূলের মিটিং, মিছিলে যাওয়া থেকে শুরু করে দলীয় কার্যালয়ে বসার জন্য বারবার তাদের উপর চাপ দেওয়া হয়। কিন্তু তারা না যাওয়াতেই জলের কল তুলে নিয়েছেন ওই কাউন্সিলর ও তার সঙ্গীরা।
এলাকার লোকজন আরও বলেন, কাউন্সিলর তাদের বলেছেন, স্কুলের আপত্তিতেই তিনি কল তুলে নিয়েছেন। বর্তমানে তাদের অনেকটা দূর থেকে জল আনতে হয়। চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই ঘটনার নিন্দা করেছেন বরো চেয়ারম্যান তথা তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ। নিন্দা করেছে বিজেপি, সিপিএম সহ সব রাজনৈতিক দলই। এ বিষয়ে অবশ্য লিপিকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় না।
কসবা এলাকার কাউন্সিলরের বিরুদ্ধেই টাইম কল খুলে নেওয়ার অভীযোগ উঠলো
