পীযূষ চক্রবর্তী,
আবার বাস দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারল বাস। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েক জন জখম হয়েছেন।
জানা গিয়েছে, এদিন বিদ্যাসাগর সেতু থেকে নেমে রেসকোর্সের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় ধুলাগড় থেকে নিউটাউন গামী একটি বাস। তারপর একের পর এক গাড়িতে ধাক্কা মারতে থাকে। ধুলাগড় থেকে নিউ টাউনগামী একটি বেসরকারি বাস। এমনকি রেলিং ভেঙে ফুটপাথেও উঠে যায় বাসের চাকা। বাসের ধাক্কায় জখম হন গাড়িতে থাকা বেশ কয়েকজন যাত্রী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনার জেরে সেতুতে বেশ কিছু ক্ষণের জন্য যানজট দেখা দেয়। পরে পুলিশ গিয়ে বাসের চালককে গ্রেফতার করে।