বাংলা ও অসম যেন বাংলাদেশি জঙ্গিদের আঁতুড়ঘর। অন্ততঃ যেভাবে একের পর এক বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সদস্যরা গ্রেফতার হচ্ছে তারপর একথা বলে দেওয়া যেতেই পারে। আবার অসম থেকে গ্রেফতার করা হল এক জঙ্গিকে। কোকরাঝাড়ের ভোডিয়াগুড়ি থেকে গাজি রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। অসম এসটিএফের দাবি কোকরাঝাড়ের স্লিপার সেলের মাথা ছিল এই গাজি। তার সঙ্গে কে কে সেখানে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তা খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা।
প্রসঙ্গত, গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী অসম রাজ্যে থেকে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আল কায়দার শাখা সংগঠন হিসেবে ভারত ও বাংলাদেশে কাজ করে এই এবিটি।
এর আগেও বেশ কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়েছে অসমে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমান বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়। আগে গ্রেফতার হওয়া আবুল জাহির শেখ ও মির্দা গুরুত্বপূর্ণ দুই সদস্য ছিল আলসারুল্লা বাংলার। মূলত সংগঠনের কাজ দেখভাল করত জাহির ও মির্দা। তাদের সবরকম সাহায্য করত গাজি রহমান। ধৃতদের জেরা করে
এই টিম কোথায় কীভাবে নাশকতার ছক কষছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত করার পরেই এদেশে বাংলাদেশি জঙ্গিদের দাপট বেড়েছে। পশ্চিমবঙ্গ, অসমের পাশাপাশি এবিটি-র জাল কেরলেও বিস্তারলাভ করেছে। যা গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।