যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে আইসিইবিরোধী বিক্ষোভ, চলছে ব্যাপক ধরপাকড়

Published By Subrata Halder, 11 June 2025, 11:18 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার আইসিই র বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কিছু কিছু জায়গায় তা রূপ নিয়েছে ট্রাম্প প্রশাসনবিরোধী প্রতিবাদে। গত শুক্রবার লস অ্যাঞ্জেলসে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক, শিকাগো, টেক্সাস, সান ফ্রান্সিসকোসহ বহু শহরে।
গত মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে বহু মানুষ রাস্তায় নেমে আসে। দিনভর শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিউইয়র্কের আইসিই দপ্তরের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের হ্যান্ডকাফ পরানোর চেষ্টা করছে, অন্যদিকে কিছু প্রতিবাদকারী বোতল ছুড়ে মারছে পুলিশের দিকে।
মঙ্গলবার শিকাগোতেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেখানকার ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন প্ল্যাকার্ডধারী পথচারী একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং এক সাইক্লিস্টকে ধাক্কা দেয়। গাড়িটি থামেনি, বরং দ্রুত পালিয়ে যায়। চালককে পরে আটক করা হয়েছে কি না- তা এখনো জানা যায়নি।
টেক্সাসের কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অস্টিনে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ১৩ জনকে গ্রেফতার করা হয় ও কাঁদানেগ্যাস ছোড়া হয়। ডালাসেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের টানটান পরিস্থিতি দেখা যায়।
অন্যদিকে সান আন্তোনিওতে শত শত মানুষ শান্তিপূর্ণভাবে সিটি হলের সামনে সমবেত হয়। আগামী দিনগুলোতে আরও বিক্ষোভের ঘোষণা থাকায় গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যের বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বিক্ষোভের জেরে সান ফ্রান্সিসকো বে এরিয়ার দুটি ইমিগ্রেশন আদালত বন্ধ করে দেওয়া হয়। কেএজিও’র ভিডিওতে দেখা গেছে, আদালতের বাইরে লোকজন পিকেট লাইনে স্লোগান দিচ্ছে। কিছু লোককে গ্রেফতার করা হলেও কোন সংস্থা তা করেছে, তা স্পষ্ট নয়। সান ফ্রান্সিসকো পুলিশ জানিয়েছে, তারা কাউকে গ্রেফতার করেনি।
কলোরাডোর ডেনভারেও আইসিইবিরোধী মিছিল হয়েছে। পুলিশ মিছিল ঠেকাতে রাস্তাগুলো বন্ধ করে দেয়। যদিও কিছু প্রতিবেদনে কাঁদানেগ্যাস ছোড়ার দাবি করা হয়েছে, তবে ডেনভার পুলিশ তা অস্বীকার করেছে। তাছাড়াও আরো অন্যান্য শহর যেমন সান্তা আনা, লাস ভেগাস, আটলান্টা, ফিলাডেলফিয়া, মিলওয়াকি, সিয়াটল, বোস্টন ও ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে।

10:55