নিঃশর্ত ক্ষমা চাইলেন বিধায়ক মদন মিত্র

বঙ্গবার্তা ব্যুরো

ছবি- সোশ্যাল মিডিয়া

কসবা ল কলেজে আইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এই সংবেদনশীল ঘটনা নিয়ে মদন মিত্রের মন্তব্য ঘিরে প্রতিবাদে সোচ্চার হয় নাগরিক সমাজ। তৃণমূল কংগ্রেসের অন্দরেও অসন্তোষ প্রকাশ করেন অনেকে।

এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলার কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে মদন মিত্রকে শোকজ করা হয়। তার কাছে তিন দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়। তবে সময় সীমা পেরোনোর আগে, সোমবার রাতেই তিনি চিঠি দিয়ে দলের কাছে নিঃশর্ত ক্ষমা চান। জানান, তার বক্তব্য যদি দলের ভাবমূর্তিতে আঘাত করে থাকে, তবে তিনি দুঃখিত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।

সূত্রের খবর, চিঠিতে তিনি স্পষ্ট করে লেখেন দলের ভাবমূর্তিতে কোনওরকম নেতিবাচক প্রভাব পড়লে তার জন্য তিনি দায় স্বীকার করছেন। পাশাপাশি, তিনি ঠিক কোন প্রেক্ষাপটে ওই মন্তব্য করেছিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন। মদন মিত্র আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনেই কথা বলবেন এবং জনসমক্ষে বক্তব্য রাখার সময় আরও সতর্ক থাকবেন।

তৃণমূল বিধায়ককে করা শোকজ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। প্রকাশ্যে এই নিয়ে কোন কথা বলতে রাজি হননি। তিনি বলেন, এ নিয়ে যা বলার দলকেই বলেছি। সংবাদমাধ্যমে নতুন করে এই নিয়ে কোন কথা বলব না।তবে মদন মিত্র একা নন, কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূলের আর এক নেতা, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও, তবে তাকে শো কজ করা হয়নি।

06:01