Published By Subrata Halder, 21 May 2025, 02:45 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিং এর বেঞ্চ, অধ্যাপক মাহমুদাবাদের অন্তর্বর্তী জামিনের অনুমতি দেন । একইসঙ্গে বেঞ্চ হরিয়ানার ডিজিপিকে নির্দেশ দিয়েছেন ৩ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করতে । সিটের নেতৃত্ব দেবেন একজন আইজি পদমর্যাদার অফিসার। একইসঙ্গে ওই তিন সদস্যের দলে একজন মহিলা এসপি পদমর্যাদার অফিসার রাখতে হবে।
অধ্যাপক মাহমুদাবাদ এর বিরুদ্ধে অভিযোগ, তিনি অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। আদালত বুধবার তার আইনজীবী কপিল সিব্বল কে বলেন যে, প্রত্যেকেরই নিজস্ব মত প্রকাশের অধিকার আছে একথা সত্যি। কিন্তু যে সময় অনেক কিছু ঘটনা একইসঙ্গে ঘটছে সেই প্রেক্ষিতে এমন কোন শব্দ বা কথা বলা উচিত নয় যা অন্যকে অপমান করতে পারে মানসিকভাবে আঘাত দিতে পারে। আদালত অধ্যাপকের উদ্দেশ্যে বলেন, তিনি একজন সুশিক্ষিত মানুষ। কোন সময়, কী শব্দ ব্যবহার করা উচিত তা তিনি জানেন। ফলে ভবিষ্যতে এই ধরনের পোস্ট না করাই বাঞ্ছনীয়। বিচারপতির বক্তব্যে সহমত জ্ঞাপন করেন অভিযুক্ত অধ্যাপক।