Published by Subrata Halder, 18 June 2025, 06:56 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
মহম্মদ শামির বিরিয়ানি প্রেমের কথা সবাই জানে। একটা সময় শামির সবথেকে পছন্দের খাবার ছিল বিরিয়ানি। তবে শামির বিরিয়ানি খাওয়ার অজানা কথা জানালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ঘটনা ২০১৮ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময়কার।
শাস্ত্রীর কথায়, জোহানেসবার্গে শেষ দিনের খেলা ছিল। ম্যাচটা এমনিতেই ছিল কঠিন। শেষ দিন ওদের আর ১০০ র মতো রান দরকার ছিল। হাতে আট উইকেট। মধ্যাহ্নভোজের সময় শামির পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম ওর হাতে প্লেটভর্তি বিরিয়ানি, আমি তা দেখেই বলেছিলাম, বিরিয়ানি দেখেই কি তোমার খিদে মিটে গেল? রবি শাস্ত্রীর কথা শুনে প্রচন্ড রেগে যান শামি, বলেন প্লেটটা নাও। আমার বিরিয়ানির দরকার নেই। খাওয়ার দরকার নেই।
বিরিয়ানি খেতে অস্বীকার করেন। সেই সময়ে শাস্ত্রী তৎকালীন বোলিং কোচ ভরত অরুণকে নির্দেশ দেন শামিকে একা থাকতে দেওয়ার। শাস্ত্রী বলেন, এরপর আমি ভরত অরুণকে বলি শামি রেগে গিয়েছে। ওকে ওভাবেই ছেড়ে দাও। যদি ও কথা বলতে আসে তা হলে বলে দাও, মাঠে নেমে কয়েকটা উইকেট নিয়ে তার পর যেন কথা বলতে আসে। আসলে রেগে যাওয়া এক জিনিস আর সেটাকে বোলিংয়ের সময় কাজে লাগানো অন্য জিনিস।
লাঞ্চ বিরতির পর ভয়ঙ্কর কান্ড ঘটান শামি। মাঠে নেমে দুরন্ত বোলিং করেন । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই ম্যাচে তিনি একাই নিয়েছিলেন ১২.৩ ওভারে ২৮ রানে ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। টিম ইন্ডিয়া সেই ম্যাচে ৬৩ রানে জেতে। জবাবে শামি বললেন, সবসময় আমাকে রাগিয়ে দাও, তাহলে আমি এরকমই জবাব দেব। ওয়ান্ডারার্স মাঠে এটি ছিল ভারতের দ্বিতীয় জয় এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে সামগ্রিকভাবে তৃতীয় জয়। আর জয়ের মূল কারিগর সামি।