শ্রমিক সংগঠনগুলির ডাকা বনধ উপেক্ষা করে নবান্নে উপস্থিতি যথেষ্ট

বঙ্গবার্তা ব্যুরো,

১৭ দফা দাবি সহ শ্রম আইনের প্রতিবাদে দশটি বাম শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে রাজ্যের সরকারি ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি। নবান্ন সহ সব সরকারি অফিসেই উপস্থিতি প্রায় একশো শতাংশ, বলে দাবি সরকারি ভাবে।

রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নে বন্ধের প্রভাব পড়েনি। আর পাঁচটা দিনের মতোই নবান্নে কর্মব্যস্ততা ছিল একই রকম। তবে আগে থেকেই রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে আজ সরকারি কর্মীদের হাজিরার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল আজকের দিনে কেউ ছুটি নিতে পারবেন না। এরপরেও যদি ধর্মঘটের সমর্থনে কেউ অনুপস্থিত থাকে তাকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হবে। যদি নির্দেশিকা অমান্য করে কেউ গড়হাজির থাকে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবার কথা বলা হয়েছিল।

দিনের শেষে দেখা গেল, নবান্নে অধিকাংশ দফতরের হাজিরা প্রায় একশো শতাংশ। রাজ্যের পরিষদীয়মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় দাবি করেন, শ্রমিক সংগঠনের কর্মনাশা বনধকে প্রত্যাখ্যান করেছে মানুষ। তিনি বলেন, সরকারি কর্মীদের জন্য একটা নির্দেশিকা জারি করা হলেও সাধারণ মানুষ যারা পথে নেমেছেন তারা মূলত বিগত সময়ে রাজ্যের সরকার যেভাবে বনধ বিরোধী অবস্থান নিয়েছে তাকে সমর্থন করে তা করেছেন।কোথাও কোথাও জোর করে বনধ করার চেষ্টা হলেও পুলিশ তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে, বনধ পুরোপুরি ব্যর্থ।

00:44