অস্ট্রেলিয়ার মাটিতে ১০ উইকেটে ফের লজ্জার হার ভারতের

অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের টেস্টে ফের লজ্জার হার ভারতের। গতবার এই অ্যাজিলেডেই ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। এবার তেমন কোনও দুর্ঘটনা না ঘটলেও পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়াকে কোনও রকম লড়াই দিতে পারল না ভারতীয় দল। প্রথম দিন থেকে রাশ ধরে নিয়েছিল ব্যাগি গ্রিনরা। তৃতীয় দিনেই শেষ ম্যাচ। ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮০ রানে শেষ হয় ভারতের প্রথ ইনিংস। নীতিশ রেড্ডির লড়াকু ৪২ রান ছাড়া পুরোপুরি ব্য়র্থ হয় ভারতের ব্যাটিং লাইন। এক ৬ উইকেট নিয়ে আগুবে বোলিং করেন মিচেল স্টার্ক। জবাবে প্রথম ইনিংসে ফের একবার ভারতের পথে কাঁটা হয়ে দাঁড়ায় ট্রেভিস হেড। ১৪০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া মার্নাস লাবুশেন করেন ৬৪ রান। অজিদের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। ১৫৭ রানের বিশাল লিড পায় প্যাট কামিন্সের দল। আশা ছিল অ্যাডিলেডেও দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়াবে ভারতীয় ব্যাটাররা। কিন্তু গোলাপী বলের জুজুর সামনে ফের একবার ব্যর্থ হয় যশস্বী, রাহুল, গিল, বিরাট, রোহিত, পন্থরা। পিঙ্ক বলের অতিরিক্ত বাউন্সেই কাবু হয়ে যায় ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসেও দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নীতিশ রেড্ডি। প্রথম ইনিংসে ১৮০ করলেও ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৫ রানে। ৫ উইকেট নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।