গাজার পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব মানবেন না ডোনাল্ড ট্রাম্প

বঙ্গবার্তা ব্যুরো,
গাজাকে নতুন করে সাজিয়ে তুলতে আরব নেতারা যে প্রস্তাব দিয়েছেন, তা মানতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করতে মঙ্গলবারই মিসরের রাজধানী কায়রোতে জরুরি বৈঠকে বসেছিলেন আরব বিশ্বের নেতারা।তাতে মিসরের দেওয়া প্রস্তাবে পুনর্গঠনের জন্য গাজার প্রায় ২০ লক্ষ বাসিন্দাকে নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্য দেশে যাওয়ার ছাড়ার দরকার নেই। পাশাপাশি এই প্রস্থাবে বলা হয় এই পুনর্গঠনের সময়কালে গাজার শাসনভার অন্তর্বর্তী সরকারের হাতে হস্তান্তর করবে হামাস।আরব দেশগুলোর পরিকল্পনা অনুযায়ী গাজা তৈরি করতে লাগবে প্রায় ৫ হাজার ৩০০ কোটি ডলার।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউস এক বিবৃতিতে জানিয়েছেন যে এই প্রস্তাবে গাজার বাস্তবতাটাকেই গুরুত্ব দেওয়া হয় নি। হামাসমুক্ত গাজাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজস্ব পরিকল্পনাতেই অটল রয়েছেন। ইজরায়েল আর আমেরিকার প্রস্তাবে গাজাবাসীরা জায়গা খালি করে চলে যাবে জর্ডন ও মিসরে। ফাঁকা জমিতে গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটনকেন্দ্রে পরিণত করে দেবেন ট্রাম্প যার নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে।
কাজেই আরব দেশগুলো যেভাবে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের কথা ভাবছে আমেরিকা-ইজরায়েল তা ভাবছে না। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু ইতিহাসের গতিপথ যা বলে তা হল ইসরায়েল সরকার স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে। ইসরায়েল নানা সময়ে বলেছে, গাজা ও পশ্চিম তীরের শাসনভার বা দখল তাদের হাতেই থাকবে। ১৯৬৭ সালের যুদ্ধের সময় এই দুটি অঞ্চলকেই ইজরায়েল দখল করে নিয়েছিল।

17:36