পাকিস্তানে সেনা কনভয়ে বিস্ফোরণ,এবারও যোগ বালোচ বিদ্রোহীদের

বঙ্গবার্তা ব্যুরো,
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুরবাতে শনিবার একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণের মাধ্যমে সেনার কনভয়ে হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। প্রাথমিকভাবে এক ব্যক্তি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।একটি গাড়িতে আইইডি রাখা ছিল এবং এটি দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়।
বালুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলার নিন্দা জানিয়েছেন।গত মঙ্গলবারই জাফর এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা। পাক সেনার দাবি অনুযায়ী প্রায় ৩০ ঘণ্টা ধরে বড় অভিযানে উদ্ধার হন যাত্রীরা।একদিন আগেই শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণে ওয়াজজিরিস্তানের একটি মসজিদে প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণ ঘটে।শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি কাজের তদারকি করতে যাওয়া অফিসারদের গাড়ির কনভয়তে বন্দুকধারীরা গুলি চালায়।এভাবে পাকিস্থান জুড়ে ক্রমেই বেড়ে চলেছে হামলার ঘটনা।আর এসবের পিছনে বালোচ বিদ্রোহীদের হাত থাকছে বলেই চিন্তা বাড়ছে প্রশাসনের।
অভিযোগ প্রাকৃতিক গ্যাস, তামাসহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও বালুচিস্তানের মানুষ উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত।পাক সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগও ওঠে প্রতিদিন।এখান থেকেই বালোচ জনগণের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব গড়ে উঠেছে। সেজন্য দীর্ঘ সময় ধরে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে বালোচ লিবারেশন আর্মি।