আমেরিকানদের জন্য নিরাপদ নয় বাংলাদেশ, সতর্কতা জারি

Bangladesh travel advisory for US citizens

Upload By K. Halder at 19th March 2025, 07:32 PM

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশে যাচ্ছেন বা সেখানে আছেন ? সেদেশে সফরের জন্য মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক করল মার্কিন প্রশাসন। ১৮ই এপ্রিল জারি করা এক নির্দেশিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতর বাংলাদেশ ভ্রমণের জন্য ‘লেভেল থ্রি রিকনসিডার ট্রাভেল’ বা পুনর্বিবেচনা করার মত ভ্রমণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি চট্টগ্রাম পার্বত্য এলাকা চিটাগং হিল ট্র্যাক্টস জন্য আরও কঠোর লেভেল ফোর ভ্রমণ করবেন না এমন নির্দেশিকা জারি করেছে।
নির্দেশিকায় বলা হয়েছে, চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এলাকায় ভ্রমণ করবেন না, সাম্প্রদায়িক হিংসা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিপদ রয়েছে এখানে। ট্রাভেল নির্দেশিকায় আরও বলা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মের পর থেকে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার ফলে সহিংসতা কিছুটা কমলেও মাঝে মধ্যে বিক্ষোভ চলছে, যার মধ্যে হঠাৎ সহিংসতা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, শান্তিপূর্ণ জমায়েতও হঠাৎ করে সহিংস হয়ে উঠতে পারে। তাই আমেরিকার নাগরিকদের সব ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশের বড় শহরগুলোতেও সাধারণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।বাংলাদেশে ঘুরতে যাওয়া মার্কিন নাগরিকদের পকেটমারির মতো ছোটখাটো অপরাধের বিষয়েও সতর্ক করে দিয়েছে সেদেশের বিদেশ দফতর। নিরাপত্তা পরিস্থিতির কারণে, ঢাকার কূটনৈতিক এলাকার বাইরে যুক্তরাষ্ট্র সরকারের কর্মীদের জন্য অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজধানীর বাইরে কোথাও যেতে হলে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।

21:01