বাংলাদেশে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে হাতাহাতি, ব্যাপক গোলমাল

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে উঠে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে গঠিত হল নতুন ছাত্রসংগঠন।এই ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।এর নেপথ্যর কারিগররা মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দ। এই নয়া সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব পদে রাখা হয়েছে যথাক্রমে আবু বাকের মজুমদার এবং জাহিদ আহসানকে।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তবে এদিন এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সংবাদ সম্মেলন করে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরোনো সমন্বয়কেরা সেখানে এসে জড়ো হন। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্তসংখ্যক পদ দাবি করে বিক্ষোভ দেখান।
এর পরেই মধুর ক্যানটিনের সামনে দু পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। মল চত্বরের দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়।পরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে আরেক দফায় মারামারির ঘটনা ঘটেছে।এই হট্টগোল ও হাতাহাতিতে দুজন গুরুতর আহত হয়েছেন।বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশু আলী ও আকিবাল হাসান।বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।