দেশের ভোটার তালিকা থেকে নাম বাদ গেলো বাংলাদেশী নাগরিক নিউটন দাসের

Published By Subrata Halder, 12 June 2025, 08:45 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশী নাগরিক নিউটন দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ দিল কমিশন। এর আগে ইডির হাতে ধরা পড়ে আজাদ মালিক। তাকে প্রাথমিকভাবে বাংলাদেশী নাগরিক মনে হলেও তদন্তে উঠে আসে সে আদতে পাকিস্তানী। এরপরই ৩১ শে মে তার সম্পর্কে বিস্তারিত নথি চেয়ে কমিশনকে চিঠি দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৪ ঠা মে তার প্রাপ্তি স্বীকার করে কমিশন। একই সঙ্গে আজাদ সম্পর্কিত সন্দেহভাজন ৫৫ জন ব্যক্তির সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে কমিশনের কাছে। এরা সকলেই রানাঘাট মধ্যমগ্রাম ও চাকদার বাসিন্দা। সংশ্লিষ্ট জেলা শাসকদের তদন্ত করে এদের সম্পর্কে তথ্য দিতে নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সম্ভবত চলতি মাসেই জমা পড়বে সেই রিপোর্ট কমিশন সূত্রে জানানো হয়েছে।

14:32